তুমি বিহনে নিষ্ফলা রোদনে
—পারভীন আকতার
তোমাকে খুব খুব ভালোবাসতে ইচ্ছে করে আজকাল।
গলায় জড়িয়ে মাথা পেতে চিরুনির ভাঁজে
প্রেমপত্র লিখতে ইচ্ছে করে।
কোথায় যেন হারিয়ে ফেলি নিজেকে।
বরষায় ঝিরিঝিরি বৃষ্টিতে,শরতের সাদা মেঘের কূল ঘেঁষে।
তুমি অহর্নিশ আমার হৃদয়ে কানামাছি ভোঁ দৌঁড় খেলে যাও।
রাগিনীর সুরে মাতিয়ে রাখো রাত,জেগে থাকে চাঁদ।
প্রহরীর মত জেনাকী জ্বলজ্বল করে তোমার অবয়বকে।
কী অদ্ভুত সুন্দর সেই দৃশ্যখানি!মাথা নষ্ট করার মত।
আজ দেহের উঞ্চতায় মন ছুঁয়েছে বলেই কি
পাশাপাশি বসে আনমনা আমায় ভাবছিলে?
কতদিন পর দেখা!কত যুগ পর হাঁটি শত বছরের পথ!
আমার সাদা শাড়ীর আঁচলে বেঁধে রাখলাম সেই অঙ্গুটি।
খোঁপায় সাদা বেলীর ঘ্রাণে জানি আজো তুমি মাতোয়ারা।
কপালের সেই কালো দাগটা আজো রয়ে গেছে দেখছি।
সেই কখন ডাংগুলিতে ফাটিয়েছিলাম জীবনের ললাট!
আরতো দেখাই হল না! কত খুঁজেছি আড়ালে আবডালে!
বিশ্ববিদ্যালয়ের করিডোরে বসে থাকতাম দেয়ালে ঠেঁস দিয়ে।
ভাবতাম এই তো তুমি এসে পেছন থেকে চোখ বাঁধবে দু’হাতে!
কত স্বপ্ন দেখেছি চলতে চলতে!সেই তো এলে বসন্ত শেষে!
আগমনীর সুর নেই তবুও কত চেনা আপন অলিগলি!
দোয়াশা প্রান্তরে বিলীন হয়েছি দু’জনে কাছাকাছি পাশাপাশি।
Discussion about this post