বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রোববার থেকে ঢাকা-আবুধাবি রুটে সপ্তাহে দুটি এবং সোমবার থেকে ঢাকা-দুবাই রুটে সপ্তাহে পাঁচটি করে ফ্লাইট পরিচালনা করবে।
যাত্রীরা এখন থেকে এ দুটি রুটের টিকিট কিনতে পারবেন।
শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক জনসংযোগ তাহেরা খন্দকারের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-আবুধাবি রুটে প্রতি রোববার ও বৃহস্পতিবার এবং ঢাকা-দুবাই রুটে সপ্তাহের শনি, সোম, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার নিয়মিত সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
যাত্রীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেকোনো সেলস অফিস, বিমানের প্রধান কার্যালয়ের বলাকা ভবনের সেল সেন্টার এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট কিনতে পারবেন।
Discussion about this post