সংযুক্ত আরব আমিরাতের নতুন অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন দেশটির প্রধানমন্ত্রীর ছেলে শেখ মাকতুম বিন মোহাম্মদ বিন রাশেদ।শনিবার (২৫ সেপ্টেম্বর) আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম টুইট বার্তায় নিশ্চিত করেছেন।
৩৭ বছর বয়সী শেখ মাকতুম আমিরাতের দ্বিতীয় অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন। অর্থমন্ত্রীর পাশাপাশি তাকে ডেপুটি প্রধানমন্ত্রী হিসেবেও নিয়োগ দেওয়া হয়েছে।
টানা ৫০ বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে ইন্তেকাল করেন শেখ হামদান বিন রাশেদ বিন মাকতুম। ২৪ মার্চ ২০২১, ৭৫ বছর বয়সে তিনি মারা যান। তার মৃত্যুর প্রায় ৬ মাস পর নতুন অর্থমন্ত্রী নিয়োগ দেয় দেশটির মন্ত্রী পরিষদ। শেখ হামদান ছিলেন আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মুহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের ভাই।
১৯৭১ সালে ফেডারেশন ঘোষণার পর প্রথম সরকার থেকে মৃত্যু পর্যন্ত ৫০ বছর ধরে টানা সংযুক্ত আরব আমিরাতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন শেখ হামদান। দুবাইকে ব্যবসা-বাণিজ্যে একটি সমৃদ্ধ শহরে পরিণত করায় তার অবদান অনেক।
Discussion about this post