হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে সোমবার রাতে ১২ কোটি টাকা সমমূল্যের বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় জড়িত অভিযোগে হাসান আলী নামের এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি জানিয়েছেন। তবে এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
এপিবিএন কর্মকর্তা জিয়াউল হক জানান, বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি বাক্স থেকে সোমবার রাতে ৫৪ লাখ ৭৫ হাজার সৌদি রিয়াল ও ২০ হাজার ২০০ সিঙ্গাপুরি ডলার জব্দ করে সিভিল এভিয়েশন সিকিউরিটির সদস্যরা; যা বাংলাদেশি মুদ্রায় ১২ কোটি টাকা সমমূল্যের।
Discussion about this post