আগামী নভেম্বর থেকে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনার লক্ষ্যে মিশর এয়ার ও এএলও ঢাকা এভিয়েশন লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
গত ১৮ আগস্ট মিশরের কায়রোতে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
মিশর এয়ার বর্তমানে সক্ষমতার ৬৫ শতাংশ ফ্লাইট পরিচালনা করলেও গুরুত্বপূর্ণ পর্যটন খাতকে শক্তিশালী করতে তারা কায়রো-ঢাকা-কায়রো রুটে সরাসরি ফ্লাইট চালু করতে সম্মত হয়েছে।
এতে দুবাই ও ইস্তাম্বুলের বিকল্প হিসেবে ইউরোপ ও উত্তর আমেরিকায় যাওয়া বাংলাদেশি যাত্রী এবং কার্গোর খরচ অনেক কমবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক ফেসবুক পোস্টে বলেছে, ‘আমাদের প্রবাসী ও ব্যবসায়ীরা এত উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।’
Discussion about this post