লা লিগার বেতন কাঠামোজনিত জটিলতায় বার্সেলোনা অধ্যায় শেষ হয়েছে লিওনেল মেসির। ১৭ বছরের সম্পর্কের ইতি টেনে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দিচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার। বিষয়টি নিশ্চিত করেছেন মেসির বাবা ও অ্যাজেন্ট হোর্হে জর্জ মেসি।
স্প্যানিশ গণমাধ্যম লা সেক্সটাকে দেয়া সাক্ষাৎকারে হোর্হে বলেন, ‘হ্যাঁ, আজকেই পিএসজির সঙ্গে চুক্তি স্বাক্ষর করবেন মেসি।’
স্প্যানিশ দৈনিক মার্কার দাবি, আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও ইতিমধ্যেই মেসির সঙ্গে দুই বছরের চুক্তি সেরে নিয়েছে পিএসজি। সুযোগ থাকছে এক বছর মেয়াদ বাড়ানোরও।
স্কাই স্পোর্টস এক প্রতিবেদনে বলে, পিএসজিতে মেসির বাৎসরিক বেতন ধার্য করা হয়েছে ২৫ মিলিয়ন ইউরো। বোনাসসহ ৩৫ মিলিয়ন ইউরো পাবেন আর্জেন্টাইন সুপারস্টার।
গত জুনেই লিওনেল মেসির সঙ্গে চুক্তি শেষ হয়ে যায় বার্সেলোনার। অর্ধেক বেতনেও প্রিয় ক্লাবে থাকতে চেয়েছিলেন মেসি। তবে লা লিগার বেতন কাঠামোর ঝামেলায় সেটি সম্ভব হয়নি। এরপর পিএসজি আর্জেন্টাইন সুপারস্টারকে ভেড়াতে চাইলে সেখানেও বাধ সাধে কাতালান ক্লাবটি।
পিএসজির আর্থিক দুরবস্থার কথা উল্লেখ করে অভিযোগ তুলে আদালতে।
Discussion about this post