বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে সম্মত হয়েছে কাতার। বাংলাদেশের অনুরোধে এ ইতিবাচক সাড়া দিয়েছে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশটি।
সোমবার সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় দুই দেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীদের প্রথম বৈঠক হয়।
এ সময় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোলতান বিন সাদ আল মুরাইখিকে কর্মী নেওয়ার অনুরোধ জানান।
বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘কাতারে সাড়ে তিন লাখের মতো প্রবাসী বাংলাদেশি আছেন।
নতুন কোনো ক্ষেত্রে আমাদের এখান থেকে আরও লোকজন পাঠাতে পারি, তা নিয়ে আলোচনা হয়েছে।
২০২২ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে তাদের নতুন চাহিদা আছে।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় আরও জোরালোভাবে কাজ করবে।’
করোনাভাইরাস মোকাবিলায় কাতার সরকারের সফলতাসহ সাম্প্রতিক সময়ে শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও অধিকারের সুরক্ষায় গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
Discussion about this post