রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ী দাখিল মাদরাসা কেন্দ্রে শনিবার সকালে এক গৃহবধুকে এক মিনিটের ব্যবধানে দুটি টিকা দেয়ার অভিযোগ উঠেছে। গৃহবধুর নাম ইসমত আরা (৩১)। তিনি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের বাসিন্দা জেলা কৃষকলীগের আহবায়ক কমিটির সদস্য নাহিদুল হক স্বপনের স্ত্রী।
নাহিদুল হক স্বপন অভিযোগ করেন, পাটকিয়াবাড়ী দাখিল মাদরাসা কেন্দ্রে আমার স্ত্রী ইসমত আরা করোনার টিকা নিতে গেলে একটি টিকা নেয়ার পর ধরে বসে রয়েছে এমন সময় এক মিনিটের ব্যবধানে আরেকটি হাতে কোনো কিছু বুঝে উঠার আগেই টিকা পুশ করেছে। এতে সে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। তবে এখনো সুস্থ রয়েছে।
তিনি বলেন, বিষয়টি সিভিল সার্জনসহ কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা আশ্বস্ত করেছে আমরা সব সময় তদারকিতে রাখবো। এ কারণে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে রাখা হয়েছে।
রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ ইব্রাহিম টিটন বলেন, আমরা বিষয়টি শুনে তাৎক্ষণিকভাবে ওই বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছি। তিনি এখনো পর্যন্ত সুস্থ আছেন। তাকে হাসপাতালে রাখা হবে।
Discussion about this post