ফেনী শহরের সদর হাসপাতাল সংলগ্ন সিও অফিস গরুর হাটে আসা শাহজালাল নামে এক ব্যাপারীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। ঘটনার পর পুলিশ ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় পৌর কাউন্সিলর আবুল কালামের ঘর থেকে রক্তমাখা পাঞ্জাবী ও ঘটনায় ব্যাবহৃত দুটি মোটর সাইকেল উদ্ধার করেছে।
মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, শুক্রবার ভোর রাত ৪টার দিকে পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় পৌর কাউন্সিলর আবুল কালামের সাথে শাহজাহানসহ কয়েকজন গরু ব্যাপারীর সাথে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শাহজাহানের বুকে গুলি করলে সে ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী সাংবাদিকদের জানান, কিশোরগঞ্জ জেলার বাসিন্দা শাহজাহানসহ কয়েকজন বেশ কিছু গরু বিক্রি করতে ফেনী আসে। পুলিশ কাউন্সিলর কালামের ঘর থেকে রক্তমাখা পাঞ্জাবী ও ঘটনায় ব্যবহৃত দুটি মোটর সাইকেল উদ্ধার করেছে। সাগর নামে একজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে। কাউন্সিলর কালামকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের একটি সূত্র জানায়, ধারনা করা হচ্ছে শাহজাহানের কাছে চাঁদা দাবী করা হয়েছে। চাঁদার টাকা না দেয়ায় নির্মম এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
























