মালয়েশিয়ায় প্রতারক ও দালাল চক্রকে সতর্ক করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাস। শনিবার (২৬ জুন) দুপুর ২টায় দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেইজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ফেসবুকে পোস্ট দিয়ে দ্রুত সময়ে পাসপোর্ট ও ভিসা পারমিট করে দেওয়ার কথা বলে বিজ্ঞাপন প্রচার করে প্রবাসীদের বিভ্রান্ত করতে দেখা গেছে। এমন কর্মকাণ্ডে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে জাল পাসপোর্ট, ভিসা ও ভুয়া ডকুমেন্টসসহ অনেক বাংলাদেশি আটক হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন ব্যক্তি বা ব্যক্তিবর্গ অথবা দালাল স্বনামে বা বেনামে হাইকমিশনের ফেসবুক পেইজে প্রবেশ করে দ্রুত পাসপোর্ট করে দেওয়ার কথা বলে বিজ্ঞাপন দিয়ে আসছেন। এ ধরনের কার্যক্রম সম্পূর্ণ বেআইনি এবং এর সঙ্গে হাইকমিশনের কোনো সংশ্লিষ্টতা নেই। বাংলাদেশ সরকার তথা বাংলাদেশ হাইকমিশন সব ধরনের দুর্নীতি ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। এ ধরনের বেআইনি কাজে মালয়েশিয়ায় বসবাসরত কোনো বাংলাদেশি নাগরিক এবং তাদের সঙ্গে হাইকমিশনের কারও কোনো সংশ্লিষ্টতা প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে হাইকমিশনের সেবাপ্রত্যাশী মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত ব্যক্তিদের সম্পর্কে নিশ্চিত তথ্য থাকলে প্রমাণসহ হাইকমিশনের feedback.bhkl@gmail.com ইমেইলে ম্যাসেজ পাঠিয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এক্ষেত্রে তথ্য দাতার পরিচয় গোপন রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Discussion about this post