ইউরোপের দেশ মাল্টায় জাল পাসপোর্ট নিয়ে প্রবেশের সময় ৩০ বাংলাদেশিকে আটক করেছেন স্থানীয় পুলিশ। এরপর আদালতে তাদেরকে হাজির করা হলে ৬ মাসের জেল দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। শনিবার (২৬ জুন) এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করেছে টাইমস অব মাল্টা। জাল পাসপোর্ট দিয়ে প্রবেশের দায়ে তারা এখন কারাগারে বন্দি রয়েছেন।
জানা গেছে, জাল পাসপোর্টগুলো গ্রিস থেকে কেনা হয় এবং মাল্টায় প্রবেশের চেষ্টা করা হলে পুলিশ ওই বাংলাদেশিদের আটক করে ৬ মাসের জেল দেন। পুলিশ বলছে জাল পাসপোর্টধারী বাংলাদেশিদের সময় নিয়ে আবারও গ্রিসে ফেরত পাঠাবে।
এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট জো জানতে চাইলে পুলিশ পরিদর্শক কারল ব্যাখা দেন যে, গ্রিসের এথেন্স থেকে তারা আন্তর্জাতিক বিমানবন্দর মাল্টায় এসে অবতরণ করেন। এসময় বিমানবন্দর কর্মীরা দেখেন তাদের হাতে পাকিস্তানি কাগজপত্র। তারা এতে বিভ্রান্তিমূলক তথ্যের বিবরণ পান।
পুলিশ পরিদর্শক বলেন, পুলিশ যখন তাদের জিজ্ঞাসাবাদ করেন তখন তারা স্বীকার করেন যে তারা ভুয়া ভ্রমণের কাগজপত্র ৫শ ইউরো দিয়ে ক্রয় করেন গ্রিস থেকে। যাদের কাছ থেকে কাগজপত্র ক্রয় করেন তারা তাদের আশ্বাস দেয়েছিল সেনজেনভুক্ত গ্রিস থেকে ভ্রমণে মাল্টা তাদের কোনো সমস্যা হবে না। তারা মাল্টা থেকে অন্য ফ্লাইটে ইতালি অথবা বেলজিয়াম চলে যেতে পারবেন। তবে তারা
নির্দিষ্টভাবে উল্লেখ করেননি গ্রিসের কে বা কারা এসব ভুয়া ডকুমেন্টস তাদের কাছে বিক্রি করেছেন।
এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট বলেছেন, এ জাতীয় তহবিল সন্ত্রাসবাদী সংস্থার পাশাপাশি মাদক ও অস্ত্র পাচারের অর্থায়নে কাজ করে এবং ইউরোপ ও বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলোকে এই ধরনের শোষণের বিরুদ্ধে মনোযোগী থাকতে হবে বলে আদালতকে আহ্বান জানানো হয়।
একই সঙ্গে আদালত পুলিশকে গ্রিস, ইউরোপল এবং ইন্টারপোলের পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন। অভিযুক্তদের পক্ষে আইনি আইনজীবী হিসেবে মার্থা মিফসুদ উপস্থিত ছিলেন।
Discussion about this post