করোনাকালে রেসিডেন্স ভিসা বন্ধ থাকলেও ভিজিট ভিসায় এসে অনেকে আরব আমিরাতে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমিরাতের রাজধানী আবুধাবির মদিনা জায়েদ স্টার স্পোর্টস ও জুবলি প্রাইভেট স্কুলের সামনে বাংলাদেশি যৌথ মালিকানাধীন ‘ফ্রেন্ডস অটো এক্সোসরিস ট্রেডিং’ নামে একটি দোকানের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৫ জুন) সন্ধ্যায় ফিতা কেটে দোকানের শুভ উদ্বোধন করেন মোচছাফার বিশিষ্ট ব্যবসায়ী মোতাহারুল করিম।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানের আব্দুল মোতালেব, দিদারুল আলম, শফিউল ইসলাম, মোহাম্মদ মিলনসহ অনেকে। প্রতিষ্ঠানের মালিকরা বলেন, আমরা আবুধাবির আনাছে-কানাছে সব সময় গাড়ির স্পেয়ার পার্টস ও মেরামতের জন্য ফ্রি ডেলিভারি ও সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত আছি। ভিসা চালু থাকায় এ দেশে মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ হয়েছে।
তারা বলেন, এ দেশে যারা ভিজিট ভিসা নিয়ে এসেছেন, আপনারা বৈধ হয়ে বিভিন্ন জায়গায় ব্যবসা এবং চাকরি করার সুযোগ নিতে পারেন। সরকার এই করোনাকালীন সময়ে প্রবাসীদের জন্য যে সুযোগ-সুবিধা দিয়েছে, তা কাজে লাগিয়ে প্রবাসীরা চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে কাজের সুযোগ পেয়েছেন। পরে ব্যবসা-বাণিজ্যের প্রসার, করোনা থেকে বিশ্ববাসী মুক্তির জন্য দোয়া ও মোনাজাত করেন মাওলানা নুরুন নবী।
Discussion about this post