মুহাম্মদ মোরশেদ আলম : আমিরাতের রাজধানী আবুধাবির মুহাম্মদ বিন জায়েদ সিটির ১০ নাম্বার ব্লকে বাংলাদেশী প্রতিষ্ঠান জেনিফা টাইপিং এন্ড ফটোকপি’র যাত্রা শুরু হয়েছে। গতকাল শুভ উদ্বোধন করেন আমিরাতের শিক্ষা বিভাগের চেয়ারম্যান অফিসের উপদেষ্টা, লোকাল স্পন্সর ডক্টর ছালেম থাবেত ছালেম আলমাহরি।
উদ্বোধনকালে প্রধান অতিথি ডক্টর ছালেম থাবেত ছালেম আলমাহরি সবাইকে আমিরাতের আইন কানুন মেনে চলে ব্যবসা পরিচালনা করার অনুরোধ করে বলেন,সততা হচ্ছে ব্যবসার মূল শক্তি তাই সৎপথে থেকে কাজ করতে হবে। কাজে ভালো সার্ভিস অবশ্যই আপনার গ্রাহককে দিতে হবে। তাহলে আপনি দ্রুত ব্যবসায় সফলতা লাভ করবেন। শুধু বাংলাদেশ নয় সব দেশের অভিবাসীদের জন্য তিনি এসব কথা বলেন। পাশাপাশি তিনি জেনিফা টাইপিং এর সফলতা কামনা করেন ও মুহাম্মদ ইকবাল হোসেনের জন্য শুভকামনা করেন এবং বাংলাদেশি প্রবাসীদের ভূয়সী প্রশংসা করেন।
এ সময় উপস্থিত প্রতিষ্ঠানের মালিক আবুধাবি প্রবাসী ব্যবসায়ী মুহাম্মদ ইকবাল হোসেন বলেন, বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাবের কারণে ছোট পরিসরের অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রতিষ্ঠানের যাত্রা শুরু করতে হয়েছে। এসময় তিনি আরো বলেন, আমার এ মুহুর্তে দশজন কর্মকর্তা,কর্মচারীর প্রয়োজন রয়েছে, মহামারি করোনার কারণে ভিজিট ভিসা সহ আমিরাতে বাংলাদেশের ফ্লাইট বন্ধ থাকায় লোকবলের সংকটে রয়েছি। পাশাপাশি তিনি সাময়িক এ সমস্যা সমাধানের আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও তিনি সবাইকে জেনিফা টাইপিং অফিসে আসার জন্য স্থানীয় বাংলাদেশি প্রবাসীসহ সকলের প্রতি বিশেষ অনুরোধ করে বলেন, তার টাইপিং অফিসে অভিজ্ঞতা সম্পন্ন লোক রয়েছে। পাশাপাশি আমিরাতে অবস্থানরত সকল দেশের ভিসা প্রসেসিং সহ সব ধরনের কাজ করতে সক্ষম বলে জানান জেনিফা টাইপিং অফিস।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ ইকবাল হোসেনের তিন ভাই মুহাম্মদ মোশারফ হোসেন, আমজাদ হোসেন ও সাইদুল হক। এছাড়াও ব্যবসায়ী মুহাম্মদ মনছুর আলম রিপন, মুহাম্মদ নুরুল ইসলাম সোহাগ, মুহাম্মদ জসিম উদ্দিন, মুহাম্মদ ইজাব সহ অনেকে উপস্থিত ছিলেন।
ফেনীর ফাজিলপুরের হাজী মাহাবুবুল হকের পুত্র মুহাম্মদ ইকবাল হোসেন তার ব্যবসায়ীক সফলতার জন্য আমিরাতস্থ বাংলাদেশি প্রবাসী সহ সকলের কাছে দোয়া কামনা করেন।
Discussion about this post