পবিত্র জমজমের পানি বিতরণ করতে রোবট চালু করেছেন সৌদির মক্কা ও মদিনা বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রধান আবদুল রাহমান আল সুদেইস। শহর দুটির অভ্যন্তরে করোনাভাইরাসের সংক্রমণ রুখতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।
এ প্রসঙ্গে সুদেইস বলেন, ‘মানুষের প্রয়োজনে আধুনিক প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে করোনার সময় তা আরও বেড়েছে। আল্লাহর ইচ্ছায় এটি (রোবট) দুই পবিত্র মসজিদে মুসল্লিদের সুরক্ষা দিতে সহায়তা করছে।’
বিজ্ঞানের অগ্রযাত্রার প্রশংসা করে সুদেইসি বলেন, জমজমের পানির বোতল বিতরণের দায়িত্ব নিয়েছে রোবট। ফলে দুটি মসজিদে মুসল্লিদের চলাচলে কোনো বিঘ্ন তৈরি না করে এবং মানুষের সংস্পর্শে না এসেই পানি বিতরণ করছে রোবটটি।
Discussion about this post