কুষ্টিয়ায় প্রকাশ্যে অস্ত্রধারী দুর্বৃত্তের হামলায় গুলিবিদ্ধ হয়ে নারী ও শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। রোববার বেলা ১১টার দিকে শহরের কাস্টম মোড়ে (কাস্টমস অফিসের সামনে) এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুমারখালী উপজেলার সাওতা গ্রামের বাসিন্দা মেজবার খানের ছেলে বিকাশ কর্মী শাকিল খান (২৮), আসমা খাতুন (৩৪) এবং শিশু রবিন (৭)। তবে নিহদের মধ্যে পারষ্পরিক সম্পর্কের বিষয়টি এখনও নিশ্চিত হওয়া জায়নি বলে জানিয়েছেন পুলিশ।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তাপস কুমার সরকার জানান, রোববার বেলা ১১টার দিকে গুলিবিদ্ধ একজন মহিলা, একজন শিশু ও একজন পুরুষ ব্যক্তিদের হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তিনজনকেই মৃত পান। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ হচ্ছে।
Discussion about this post