দুবাইয়ে বাংলাদেশি মালিকানাধীন মারহাবা টাইপিং সেন্টার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১১ জুন) বিকালে টাইপিং সেন্টারটি উদ্বোধন করেন বাংলাদেশি কমিউনিটি নেতা আলহজ মাওলানা মুহাম্মদ মনির উদ্দিন।
আরব আমিরাতে দেশীয় শ্রমিকদের নতুন ভিসা বন্ধ থাকা সত্ত্বেও প্রবাসীদের অফিশিয়াল বিভিন্ন কাজে সহায়তা করতে এবং ব্যবসা সম্প্রসারণ করে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির লক্ষে এ টাইপিং সেন্টারটি প্রতিষ্ঠা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফারুক ইসলাম, ম্যানেজিং পার্টনার সেলিম উদ্দিন, মুহাম্মদ শহিদুল্লাহ সিকদার, এস এম মইনুল হোসেন মইন, সৈয়দ আহম্মদ, ইঞ্জিনিয়ার জাহেদুল ইসলাম, মুহাম্মদ এবাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে দেশ ও জাতির সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Discussion about this post