নিজ দেশে সরকারি পরিদর্শনে গিয়ে হেনস্তার শিকার হলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। রীতিমতো থাপ্পর মারা হয়েছে তাকে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে এক প্রতিবেদনে মঙ্গলবার জানিয়েছে বিবিসি।
দক্ষিণপূর্ব ফ্রান্সের দ্রুমি অঞ্চলে পরিদর্শনে গিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট। এ সময় সড়কে উৎসুক জনতা তাকে স্বাগত জানায়। এই উৎসুকদের মধ্যে একজন প্রেসিডেন্টকে থাপ্পড় বসিয়ে দেন।
ফরাসি সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্টকে থাপ্পড় মারার ঘটনায় এরই মধ্যে দুইজনকে আটক করা হয়েছে। তাদের নাম-পরিচয় জানা যায়নি। কী কারণে এই হামলা সে বিষয়েও জানা যায়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বেরিকেড ঘেঁষে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতার দিকে এগিয়ে যাচ্ছেন ম্যাক্রোঁ। হাত মেলাচ্ছিলেন তিনি। এক পর্যায়ে এক ব্যক্তি তার মুখে থাপ্পড় বসিয়ে দেন। এ সময় প্রেসিডেন্টের সঙ্গে থাকা লোকজন তাকে সরিয়ে নেন। আক্রমণকারীকেও আয়ত্তে নিয়ে নেন তারা।
প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে যখন থাপ্পড় মারা হচ্ছিল, তখন ‘ডাউন উউথ ম্যাক্রোঁ-ইজম’ বলে চিৎকার শোনা যাচ্ছিল।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন রাজনৈতিক নেতারা। প্রধানমন্ত্রী জ্যঁ কাস্তেক্স সংসদে বলেছেন, গণতন্ত্রের অর্থ হলো বিতর্ক ও মতের ভিন্নতা। সহিংসতা এর অর্থ হতে পারে না। সামান্য শারীরিক আঘাত তো নয়ই।
Discussion about this post