বন্ধু-নির্বাচন কথাটি খুবই ছোট কিন্তু মানব-ইতিহাসে এর চেয়ে গুরুত্বপূর্ণ কোন কথা নেই। মানুষ সামাজিক জীব। তার কথা বলা, কথা শোনা, অভিব্যক্তি প্রকাশ, অন্যের মূল্যায়ন নেওয়া, কাজের স্বীকৃতি আদায় করা ছাড়া একাকী বসে থাকতে পারে না। শিশুকালে যখন বুঝ-জ্ঞান শুরু হয়, তখনই মানবসন্তান একজন বন্ধুর গুরুত্ব অনুধাবন করে। আদম (আঃ) কে জান্নাতের সুখ-সমৃদ্ধির মধ্যে ঢুবে থাকার পরও তিনি সেখানে একজন বন্ধুর অভাব বোধ করেছিলেন। তাই আল্লাহ রাব্বুল আলামীন তার জন্য বন্ধু হিসেবে হাওয়া (আঃ) জুটিয়ে দিয়েছেন…
উপরের কথাগুলো ‘গার্ডিয়ানশিপ’ বইয়ের বন্ধুর প্রয়োজনীয়তা অধ্যায় থেকেই নেওয়া হয়েছে। মৌলিক লিখার এই গ্রন্থটি ইতিমধ্যেই পাঠক সমাজে সাড়া ফেলেছে। বইটি লিখেছেন আমীরাত প্রবাসী লেখক, নজরুল ইসলাম টিপু। প্রবাসে বসেও যারা একটি সুন্দর দেশের স্বপ্ন দেখেন, আদর্শ সমাজ ও পরিবার গড়ে তোলার জন্য ভাবেন, তিনিও তাদের একজন।
আমাদের অনেকের ধারণা, গার্ডিয়ান কথাটি বুঝি শুধুমাত্র পিতা-মাতার জন্যই প্রযোজ্য! বইটি পড়ার মাধ্যমে বুঝা গেল, বড় ভাই, বড় বোন, চাচা-মামা, খালা-ফুফু সহ সবাই নিজের ক্ষেত্রে, এক একজন গার্ডিয়ান। সবার দায়িত্ব আছে, কর্তব্য আছে। সকল বয়োজ্যেষ্ঠরাই তার কনিষ্ঠজনের জন্য একজন গার্ডিয়ান তথা অভিভাবক তথা পথপ্রদর্শক।
সুন্দর তথ্য উপস্থাপনের মাধ্যমে আমাদের চারিপাশের ঘটনাগুলোকে বর্ণনা করা হয়েছে এই বইয়ে। সন্তানের বড় হওয়া বেড়ে উঠা ও তাদের মনের মধ্যে ঘুরপাক খাওয়া সকল চরিত্রই বইটিতে অঙ্কন করা হয়েছে। তাই সকল পরিবারেই বইটির গুরুত্ব অপরিসীম। উপহার হিসেবে, কারো বিয়েতে, যাদের নতুন সন্তান আসবে, যাদের সন্তান আছে এবং যারা সন্তানের ভাই, বোন, শিক্ষক, মুরুব্বী সবার জন্য বইটি একটি নতুন মাত্রা নিয়ে এসেছে।
বইটি এই মুহূর্তে বইটি বাংলাদেশের শ্রেষ্ঠ অনলাইন বুকশপ প্রতিষ্ঠান ‘রকমারিতে’ পাওয়া যাচ্ছে। নীচের ঠিকানায় ক্লিক করে বিকাশের মাধ্যমে টাকা দিয়ে, বইটি নিকটস্থ আপনজনকে উপহার পাঠাতে পারবেন। https://www.rokomari.com/book/212712/guardianship?fbclid=IwAR1KejicUEF69BOHSCG15hboDGGgY6WcKIIAKf47WNJ7ivY5t5fubrXUzZM
Discussion about this post