মহামারী করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় চলমান বিধিনিষেধ আরো ১০ দিন বাড়িয়েছে সরকার। আগামী ১৬ জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে।
রোববার মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রে এই তথ্য জানা গেছে। চলমান বিধিনিষেধে অর্ধেক যাত্রী নিয়ে সব ধরনের গণপরিবহন চলতে পারছে।
চলমান বিধিনিষেধে একই জেলার মধ্যে গণপরিবহন চলাচলের অনুমতি রয়েছে। হোটেল-রেস্তোরাঁয় বসে খাবার খেতে পারছে সাধারণ মানুষ। জরুরি কাজের সাথে সংশ্লিষ্ট অফিসগুলোও খোলা রাখা হয়েছে। তবে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার চলতি বছর প্রথমে ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা আনো দুদিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরো কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়। পরে তা কয়েক দফা বাড়িয়ে এখনো চলছে। যা আবার বাড়ছে।
Discussion about this post