বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শরীরে জ্বর এসেছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ‘বিএনপির বাজেট ভাবনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ দিন ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার ব্যক্তিগত চিকিৎসকরা জানিয়েছেন যে শুক্রবার তার শরীরে জ্বর এসেছে। এজন্য বিকেলে তার চিকিৎসায় নিয়োজিত মেডিক্যাল বোর্ড মিটিংয়ে বসবে। সেখানে তার শারীরিক অবস্থা পর্যালচনার পর পরবর্তী প্রদক্ষেপ নেয়া হবে।
খালেদা জিয়ার শরীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, ম্যাডামের (খালেদা জিয়া) এই বয়সে শরীরের যে কন্ডিশন তা কোনোভাবেই ভালো বলা যায় না। তবে তার শারীরিক অবস্থা কিছুদিন যাবত স্থিতিশীল ছিল। কিন্তু শুক্রবার সকাল থেকে তার শরীরে তাপমাত্রা আবারো বেড়েছে। এ বিষয়ে মেডিক্যাল টিম বসে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।
Discussion about this post