গ্রেপ্তারের পর সহমর্মিতা প্রকাশ ও মুক্তি আন্দোলনে ভূমিকা রাখায় দেশবাসী ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং ধন্যবাদ জানিয়েছেন রোজিনা ইসলাম। বিকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি। কারাগার থেকে বের হয়ে স্বজনদের সঙ্গে একটি গাড়িতে করে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এর আগে সাংবাদিকদের কাছে দেয়া সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন, সাংবাদিকতা চালিয়ে যাব। পাশে থাকার জন্য আমি দেশবাসী, ও সাংবাদিক সমাজের প্রতি কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এর আগে, রোববার সকালে পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন আদালত।
Discussion about this post