করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশ সহ চারটি দেশর ফ্লাইট স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
আগামী বুধবার ১২ মে রাত ১২টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। আমিরাতের জাতীয় জরুরি অবস্থা সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনসিইএমএ) সোমবার আমিরাতের জাতীয় দৈনিক খালিজ টাইমস এ ঘোষণা দেন।
বাংলাদেশ ছাড়া আমিরাতে নিষেধাজ্ঞা পেয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল। নিষেধাজ্ঞা কার্যকর থাকা অবস্থায় এসব দেশ থেকে আমিরাতে কোনও জাতীয় ও অন্তর্জাতিক ফ্লাইট প্রবেশ করতে পারবে না।
জাতীয় জরুরি অবস্থা সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সোমবার এই ঘোষণা দিয়ে বলেছে, জরুরি অবস্থা ছাড়া সবক্ষেত্রে এই নির্দেশনা কার্যকর থাকবে। ট্রানজিট ফ্লাইট বন্ধ থাকবে। তবে কার্গো বিমানের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর নয়।
এছাড়া আরব আমিরাতের নাগরিক, কূটনীতিক, সরকারি কর্মকর্তা ও গোল্ডে ভিসাধারীরা সরকার ঘোষিত নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না।
যারা আমিরাতে আসতে পারবে সে সব যাত্রীদের ৭২ ঘন্টার পরিবর্তে ৪৮ ঘন্টা আগের পিসি আর পরীক্ষার নেগেটিভ সনদ দেখাতে হবে। সংযুক্ত আরব আমিরাত আসার পরে তাদের অবশ্যই একটি পিসিআর পরীক্ষা করতে হবে।
এছাড়াও প্রবেশের চার এবং আট দিন পর পিসিআর পরীক্ষার সাথে সংযুক্ত আরব আমিরাতে ১০ দিন কোয়ারানটিনে থাকতে হবে।
অন্যদিকে ভারত-সংযুক্ত আরব আমিরাতের ভ্রমণ স্থগিতাদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবারো বাড়ানো হয়েছে।
Discussion about this post