সরকার করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধি-নিষেধের মেয়াদ আগামী ৫ মে পর্যন্ত বাড়িয়ে আদেশ জারি করেছে।
গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত আদেশে বিদেশ থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টিন বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও চীন থেকে যেসব যাত্রী টিকা নেওয়ার সনদ ও করোনা নেগেটিভ সনদ নিয়ে আসবেন, তাঁরা নিজ বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন। সে ক্ষেত্রে তাঁদের সংশ্লিষ্ট থানায় আগমন ও কোয়ারেন্টিনের বিষয়টি জানাতে হবে।
মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও চীন থেকে আসা যাত্রীদের মধ্যে যাঁদের কেবল কভিডমুক্ত সনদ থাকবে, তাঁদের সরকার নির্ধারিত ব্যবস্থায় কোয়ারেন্টিনে থাকতে হবে।
চিকিৎসকরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে তাঁদের পরীক্ষা করে সম্মতি দিলে তাঁরা নিজেদের বাড়ি ফিরে ১৪ দিনের কোয়ারেন্টিনের বাকি সময় শেষ করবেন। সে ক্ষেত্রে তাঁদেরকেও সংশ্লিষ্ট থানায় অবহিত করতে হবে।
সরকার নির্ধারিত হোটেলে অন্যান্য দেশ থেকে আসা যাত্রীরা নিজ খরচে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন।
Discussion about this post