লকডাউনের কারণে দেশের অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল সোমবার থেকে বন্ধ রাখবে ফ্লাইট অপারেটরগুলো। শনিবার আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (কাব) চেয়ারম্যান এয়ার-ভাইস মার্শাল এম মফিদুর রহমান।
তবে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল অব্যাহত থাকবে বলে সভা শেষে দ্য সাংবাদিকদের জানিয়েছেন তিনি। তিনি জানান, সরকারের লকডাউন বিধির ওপর ভিত্তি করে বিমান কর্তৃপক্ষ একটি নোটিশ জারি করবে। এর আগে, আজ দিনের শুরুতে বাংলাদেশ সরকার দেশব্যাপী এক সপ্তাহের লকডাউন আরোপ করে। শনিবার থেকে এ লকডাউন শুরু হবে।
সিভিল এভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা সোহেল কামরুজ্জামান এভিয়েশন নিউজকে বলেন, লকডাউনের গেজেট প্রকাশের পর কাল সিভিল এভিয়েশন থেকে ফ্লাইট বন্ধের গেজেট প্রকাশ হতে পারে। তিনি বলেন, শনিবার রাত পর্যন্ত ফ্লাইট বন্ধের কোন গেজেট প্রকাশ হয়নি। সেটি আন্ত মন্ত্রনালয়ের সিদ্ধান্ত মাত্র।
তবে নভো এয়ার, ইউএসবাংলা এয়ারলাইন্স এবং রাস্ট্রীয় ক্যারিয়ার বিমান সুত্রে জানাগেছে তারা এখন পর্যন্ত এধরনের কোন অর্ডার পাননি। একারণে তারা আগের মতো ফ্লাইট সিডিউল অব্যাহত রেখেছেন।
Discussion about this post