চট্টগ্রামসহ সারা দেশে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ আজ শনিবার। আগামীকাল রোববার দেশব্যাপী পালিত হবে সকাল সন্ধ্যা হরতাল।
হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়-সাম্প্রদায়িক ও মুসলিমবিদ্বেষী মোদির আগমনের প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারী, বিবাড়ীয়া, বায়তুল মোকাররম ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে হেফাজত কর্মী, মাদরাসা-ছাত্র ও তৌহিদি জনতার ওপর পুলিশ কর্তৃক নির্বিচার গুলি ও হত্যাযজ্ঞের প্রতিবাদে হেফাজতে ইসলামের বাংলাদেশের উদ্যোগে শনিবার সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
বাদ জোহর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগরী কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
উক্ত বিক্ষোভ মিছিল সফল করার জন্য সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার প্রতি আহবান জানিয়েছেন
হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। শুক্রবার রাতে বিক্ষোভ ও হরতালের কর্মসূচি ঘোষণা করেন হেফাজতে ইসলামের নেতারা। তার আগে বাদ জুমা চট্টগ্রামের হাটহাজারীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করলে হেফাজতে ইসলামের কর্মী ও মুসল্লিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে কমপক্ষে চারজন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন।
Discussion about this post