শারজা মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ’র এশায়াত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে শারজাহ শাখা কার্যালয়ে করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে “কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ, নূর নবীর নূরী তাওয়াজ্জুহ্’র একমাত্র প্রদীপ” শীর্ষক এ এশায়াত সেমিনার অনুষ্ঠিত হয়।
ছায়্যিদুল মুরছালিন, শফিউল মুজনবীন, রাহমাতুল্লিল আলামীন হযরত আহম্মদ মুজতবা মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দঃ), হযরত শায়খ ছৈয়্যদ গাউছে আজম রাদিয়াল্লাহু আনহু এবং ফাতেমায়ে ছানি, জামানার রাবেয়া বসরী, রূহানী আম্মাজান রাহমাতুল্লাহি আলাইহার পবিত্র রূহ মোবারকে ঈছালে ছাওয়াব পাঠানোর মাধ্যমে শুরু হওয়া সেমিনারে পবিত্র কোরআন তেলোয়াত করেন মুহাম্মদ রফিকুল আলম। নাতে মোস্তফা (দঃ) পেশ করেন মুহাম্মদ ইকরাম হোসেন। দরবারের শানে কাসিদা শরীফ পেশ করেন মুহাম্মদ মোরশেদ আলম ও মুহাম্মদ লোকমান।
শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুল আবছার সুমনের পরিচালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন শাখার সহ যুগ্ম সচিব মুহাম্মদ হারুনুর রশীদ।
এশায়াত সেমিনারে প্রবন্ধ পাঠ করেন শাখার সদস্য মুহাম্মদ জাসেদুল আলম। প্রবন্ধের আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন শাখার সচিব আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মাহাবুবুল আলম বোগদাদী। সমাপনী বক্তব্য রাখেন শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ শফিউল আলম। মিলাদ-কিয়াম পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ শেখ নূর।
সেমিনারে বক্তারা বলেন, মুসলিম বিশ্ব সঠিক গাইডলাইনের অভাবে দিশাহারা হয়ে পড়েছে। একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার পবিত্র নূর মোবারক গ্রহণপূর্বক আধ্যাত্মিক চেতনায় উদ্দীপ্ত হওয়া ব্যতীত মুসলিম বিশ্বের পরিত্রাণ সম্ভব না। বর্তমান বেহায়াপনার এই কঠিন যুগে রাসূল পাক (দঃ) এর পবিত্র নূর মোবারকের ব্যবহারিক অনুশীলনের একমাত্র বিদ্যাপীঠ কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ। বর্তমানে রাসূল পাক (দঃ) এর পবিত্র নূর মোবারক বিতরণ ও উপযুক্ত দিকনির্দেশনা দিচ্ছেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব। এতে প্রবাসী ও আমিরাতস্থ বিভিন্ন অঞ্চলের ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন।
শেষে মিলাদ-কিয়াম ও মহান মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেবের হায়াতে আবেদী, রোগ মুক্তি, দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি, অগ্রগতি ও উপস্থিত সবার ইহকালীন ও পরকালীন মুক্তি ও করোনাভাইরাস থেকে বিশ্ববাসীর সুরক্ষা ও মুক্তি কামনা করে এবং খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দঃ), হযরত শায়খ ছৈয়্যদ গাউছে আজম রাদিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

























