মালয়েশিয়ার পুলিশ একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে ১২ বাংলাদেশিসহ ৪৯ জন বিদেশি শ্রমিককে আটক করেছে ।
আটককৃতদের মধ্যে ২৩ রোহিঙ্গা, ১৪ ইন্দোনেশিয়ান এবং ১২ বাংলাদেশি রয়েছেন।
দেশটির অভিবাসন বিভাগ সূত্র জানায়, বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বারতাম এলাকায় একটি বাংলো নির্মাণের কাজের সাইটে পুলিশ, ইমিগ্রেশন বিভাগ এবং নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ডের (সিআইডিবি) সদস্য দ্বারা পরিচালিত অভিযানে এদের আটক করা হয়।
অভিযানের বিষয়ে উত্তর সেবেরাং প্রাইয়ের জেলা পুলিশ প্রধান নূরজাইনী মোহাম্মদ নূর বলেছেন, কোভিড-১৯ এর বিস্তার রোধে নির্মাণ শ্রমিকরা এসওপি অনুযায়ী কাজ করছেন কি না তা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় বৈধ কাগজ পত্র না থাকায় ৪৯ জন বিদেশিকে আটক করা হয়। এমনকি তাদের কাছ থেকে কোভিড-১৯ পরীক্ষার কোনো কাগজও পাওয়া যায়নি।
নির্মাণ সাইট ঠিকাদারকে শ্রমিকদের তথ্য জমা দিতে ব্যর্থ হওয়ায় একটি নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন, রাজ্য সিআইডিবির পরিচালক জাহিদি হাশিম।
Discussion about this post