মুহাম্মদ নুরুল আলম: চট্টগ্রাম থেকেঃ আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার, মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম শহরেরে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের ঐতিহাসিক গাউছুল আজম কনফারেন্স। এ উপলক্ষে গতকাল রবিবার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসার মহানগর ক্যাম্পাস মিলনায়তনে। কনফারেন্সে প্রধান মেহমান হিসেবে তশরীফ আনার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ, আওলাদে রাসূল (দঃ), হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন আলহাজ্ব মুহাম্মদ মিজানুর রহমান, অধ্যাপক মুহাম্মদ অলি আহাদ চৌধুরী, আলহাজ্ব মুহাম্মদ জালাল উদ্দীন, মুহাম্মদ আমজাদ সহ আরো অনেকে। এছাড়াও সভায় বিভিন্ন উপ পরিষদের আহবায়ক/যুগ্ন আহবায়কগন উপস্থিত ছিলেন।
বক্তাগণ কনফারেন্স সুন্দর ও সুচারুরূপে বাস্তবায়ানের লক্ষ্যে নিজ নিজ উপ-পরিষদের কাজের গৃহীত পরিকল্পনার উপর আলোকপাত করে বক্তব্য উপস্থাপন করেন। পরিশেষে মোর্শেদে আজমের হায়াতে খিজরী ও রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Discussion about this post