করোনা মহামারীর কারণে প্রায় এক বছর ধরে আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট বন্ধ রয়েছে।
কিন্তু বিশেষ প্রয়োজনে আন্তর্জাতিক রুটে যে ক’টি ফ্লাইট পরিচালিত হয়েছে তাতেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় মাসে প্রায় ৩৭ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে।
চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ইউএস-বাংলা এয়ারলাইনসের আট কর্মীকে আটকও করা হয়েছে।
বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা সূত্রে এ তথ্য জানা গেছে।
বিভিন্ন সময় শুল্ক গোয়েন্দাদের পাঠানো বিজ্ঞপ্তিতে দেয়া তথ্য অনুযায়ী, গত ছয় মাসে দেশে যে পরিমাণ স্বর্ণ জব্দ করা হয়েছে তার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩২ কোটি টাকা।
এর অধিকাংশই জব্দ করা হয়েছে শাহজালাল বিমানবন্দর থেকে।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের হাতে জব্দ সর্বশেষ চোরাচালানটি ছিল প্রায় সাত কেজি স্বর্ণের।
যেটির আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৮৭ লাখ ২০ হাজার টাকা।
বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি আন্তর্জাতিক ফ্লাইট থেকে এ স্বর্ণ জব্দ করা হয়।
এর সঙ্গে জড়িত সন্দেহে এয়ারলাইনসটির আট কর্মীকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


























