করোনা ভাইরাস এর মহা দুর্যোগকালে বিশ্বের ১২৮টিরও বেশি দেশে মানবিক সাহায্য পাঠিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের যোগাযোগ বিভাগের পরিচালক হিন্দ মনেহ আল ওতাইবা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, কোভিড-১৯ সংকট শুরুর পর থেকেই সংযুক্ত আরব আমিরাত মহামারির বিরুদ্ধে লড়াইয়ে ১২৮টিরও বেশি দেশে মানবিক সাহায্য পাঠিয়েছে।
এক টুইট বার্তায় তিনি বলেন, কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য সংযুক্ত আরব আমিরাতের বিশ্বব্যাপী প্রচেষ্টার অংশ হিসেবে দেশটি ১৭ লাখ স্বাস্থ্যকর্মীকে সাহায্য করেছে।
এ সংক্রান্ত একটি প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত লন্ডনের বৃহত্তম প্রদর্শনী ও সম্মেলন কেন্দ্র ‘এক্সসিএল লন্ডন’কে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য জরুরি হাসপাতালে পরিণত করেছে। যার নাম রাখা হয়েছে এনএইচএস নাইটিঙ্গেল। ৪ হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালটি করোনা আক্রান্ত রোগীদের সার্বক্ষণিক সেবা দিচ্ছে।
গত বছর ৩০ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম ৬০ টন জরুরি চিকিৎসা সহায়তা এবং ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জামাদি যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
গত বছরের ৫ জুন আমিরাত যুক্তরাজ্যের কাছে ৬.৬ টন পিপিইসহ চিকিৎসা ও সুরক্ষাসামগ্রী সরবরাহ করেছে। এর মাধ্যমে লাখ লাখ মানুষ উপকৃত হয়েছেন।
১২৮ দেশের মাঝে বাংলাদেশকে ও করোনা সংকটকালে ৭ টন মেডিক্যাল এইড উপহার হিসেবে পাঠিয়েছে দেশটি।
আল বায়ান অবলম্বনে- মুহাম্মাদ শোয়াইব
Discussion about this post