মিয়ানমারের সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে মিয়ানমারের সাধারণ জনগণ। এরই মধ্যে মিয়ানমারের সামরিক সরকার দেশটিতে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে।
শনিবার বিবিসি জানায়, ইয়াঙ্গুনের সড়কে বিক্ষোভকারী জনগণ স্লোগান দিচ্ছেন ‘সামরিক স্বৈরশাসকের পতন চাই, গণতন্ত্রের জয় চাই। ’এসময় সামরিক জান্তার হাতে আটক নেত্রী অং সান সু চির মুক্তির দাবিতে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা।
বিক্ষোভ সামলাতে শহরের প্রধান সড়কগুলো ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয় পুলিশ।
গত সোমবার ভোরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ত, ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি-সহ শাসকদলের শীর্ষ কয়েকজন নেতা এবং কয়েকশ’ আইনপ্রণেতাকে আটক করে দেশটির নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। সেনা অভ্যুত্থানের পরপরই মিয়ানমারে ইন্টারনেট সেবা কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হলেও, পরে তা আবার চালু করা হয়।
Discussion about this post