আমিরাতের স্পিকারের সঙ্গে রাষ্ট্রদূত আবু জাফরের সাক্ষাৎবাংলাদেশের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে মতবিনিময়ের প্রস্তাব করেছেন সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের স্পিকার সাকার গোবাস। মতবিনিময়ের জন্য দুই দেশের সংসদ সদস্যদের নিয়ে একটি সমন্বয় কমিটি গঠনেরও প্রস্তাব করেছেন তিনি।
শুক্রবার আবুধাবি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিজানুর রহমান জানান, আরব আমিরাতের ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের স্পিকার সাকার গোবাসের সঙ্গে ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো.আবু জাফর আবুধাবিতে এফএনসি ভবনে সম্প্রতি সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় বাংলাদেশ জাতীয় সংসদ ও এফএনসি এবং দু’দেশের সংসদ সদস্যদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
পাশাপাশি দু’দেশের সম্পর্ক উন্নয়ন ও সম্প্রসারণের বিভিন্ন বিষয়েও আলোচনা করেন তারা। দু’দেশের সংসদ সদস্যদের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠন এবং সদস্যদের মধ্যে সফর ও মতামত বিনিময়ের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা যেতে পারে বলেও মত দেন স্পিকার সাকার গোবাস।
বৈঠকে রাষ্ট্রদূত আবু জাফর শিক্ষা, জনস্বাস্থ্য, খাদ্য উৎপাদন, নারীর ক্ষমতায়ন, ভৌত অবকাঠামো উন্নয়ন, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্যের বিষয়গুলো তুলে ধরেন। এছাড়া কভিড-১৯ নিয়ন্ত্রণ এবং করোনাকালীন অর্থনৈতিক ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর সফলতার বিষয়ও তুলে ধরা হয়।
অন্যান্য বিষয়ের মধ্যে জনশক্তি রপ্তানি, খাদ্য নিরাপত্তা, বিনিয়োগ ইত্যাদি খাতে দ্বি-পাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও তারা মতামত ব্যক্ত করেন।
এসময় ইউএই স্পিকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য, নারী ক্ষমতায়নসহ আর্থ-সামাজিক বিভিন্ন খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।
এফএনসির সদস্য সংখ্যা ৪০ জন। এরমধ্যে ২০ জন সরাসরি ভোটে এবং বাকি ২০ জন বিভিন্ন এমিরেটসের শাসকের মাধ্যমে মনোনীত। মোট সদস্যের অর্ধেক যাতে নারী সদস্য থাকেন, তা বিধির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
সমকাল
Discussion about this post