মালয়েশিয়ায় তিন মাসে লক্ষাধিক পাসপোর্ট আবেদন নিষ্পত্তি করেছে বাংলাদেশ দূতাবাস। পাশাপাশি দূতাবাসের ফেসবুক পেজের মাধ্যমে মিলছে সবধরনের তথ্য সেবা।
সম্প্রতি দায়িত্ব নেয়ার পর দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার গোলাম সরোয়ার আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে দ্রুত ও সহজভাবে পাসপোর্ট সার্ভিস দেয়ার ঘোষণা দিয়েছিলেন।
হাইকমিশনারের প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখা গেছে বাস্তবেও। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টির বিস্তারিত জানিয়েছে দূতাবাস।
উল্লেখ করা হয়েছে, ‘গত নভেম্বর থেকে জানুয়ারি এই তিনমাসে আসা এক লাখ ১০ হাজার আবেদনের পুরো প্রক্রিয়াই সম্পন্ন করা হয়েছে। যা বিদেশে অবস্থিত বাংলাদেশের সবগুলো দূতাবাসের যে কোনো সময়ের তুলনায় সর্বোচ্চ।’
Discussion about this post