২০২০ সালের শেষ তিনমাসে আড়াই লাখেরও বেশি সৌদি প্রবাসী চাকরী হারিয়ে সৌদি আরবের চাকরীর বাজার ত্যাগ করেছেন। পুঙ্খানুপুঙ্খ ভাবে বলতে গেলে সংখ্যাটি দাঁড়ায় দুই লাখ সাতান্ন হাজার একশত সত্তর জনে। বর্তমানে সৌদি আরবে মোট প্রবাসী কর্মীদের সংখ্যা কমে ১ কোটি ২ লাখে নেমে এসেছে।
অন্যদিকে বিগত ২০২০ সালের শেষ চার মাসে বিভিন্ন কর্মক্ষেত্রে সৌদি নাগরিকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৮২০০০ হাজার। এর ফলে সৌদি শ্রমবাজারে সৌদি নাগরিকের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ লাখ ৫০ হাজারে। অথচ ২০২০ সালের মাঝের চার মাসে এই সংখ্যাটি ছিল ৩১ লাখ ৭০ হাজার।
সৌদি আরবে প্রবাসী কর্মীদের সংখ্যা এরকম ব্যাপক হারে কমে আসার কারণে সৌদি শ্রমবাজারের মোট কর্মী সংখ্যাতেও তা ব্যাপকভাবে প্রভাব ফেলেছে। এর ফলে সৌদি কর্মক্ষেত্রে মোট কর্মীর সংখ্যা কমেছে প্রায় ১ লাখ ৭৫ হাজার জন।
বর্তমানে সৌদি আরবে কর্মরত আছেন প্রবাসী ও সৌদি নাগরিক মিলিয়ে মোট ১ কোটি ৩৪ লাখ ৬০ হাজার কর্মী। বিগত ২০২০ সালের মাঝের চারমাসে মোট কর্মীর সংখ্যা ছিল ১ কোটি ৩৬ লাখ ৩০ হাজার কর্মী। অন্য দিকে বিগত ২০২০ সালে ইস্যু হওয়া ওয়ার্ক ভিসার সংখ্যা বেশি ছিল। ২০২০ সালের শেষ চার মাসে ওই একই বছরের মাঝের চার মাসের থেকে বেশি ওয়ার্ক ভিসা ইস্যু হয়েছিল। সংখ্যার হিসাবে এই বৃদ্ধি ছিল ঠিক ২৩ হাজার।
উল্লেখ্য যে বিগত ২০২০ সালের মাঝখানের চার মাস কোভিড-১৯ মহামারীর কারণে সৌদি আরবে ভ্রমণে নিষেধাজ্ঞাসহ আরো অনেক নিষেধাজ্ঞাই বিদ্যমান ছিল। আরো উল্লেখ্য যে ব্যক্তিগত খাতে ইস্যুকৃত ভিসা শেষ চার মাসে বৃদ্ধি পেয়েছে, যা ২০২০ সালের মাঝের চারমাসের ২৬৫% বেশি । একইভাবে বেসরকারি খাতে ইস্যুকৃত ভিসার সংখ্যা ২০২০ সালের শেষ চার মাসে ৪৫ শতাংশ বেড়েছে ২০২০ সালের মাঝের চার মাস থেকে।
প্রসঙ্গগত উল্লেখ্য যে সৌদি আরবে বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১৩ জন। এছাড়াও আজ আক্রান্ত থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৯৮ জন। মারা গেছেন মোট ৩ জন।
সৌদি আরবে এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৬ হাজার ৫৮৪ জন। এর মাঝে সুস্থ হয়ে উঠেছেন মোট ৩ লাখ ৫৮ হাজার ১৩৭ জন।
মৃত্যুবরণ করেছেন মোট ৬ হাজার ৩৫৫ জন। সৌদি আরবে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৯২ জন। এর মাঝে গুরুতর অবস্থায় আছেন ৩৩৩ জন।
Discussion about this post