বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ট্রেনিং সেন্টারে (বিএটিসি) দিনব্যাপী ‘খাদ্যনিরাপত্তা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুটি সেশনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক, জনসংযোগ তাহেরা খন্দকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রশিক্ষণে বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) কর্মকর্তা, কর্মচারীরা এবং কেবিন ক্রুরা অংশ নেন। এছাড়া প্রশিক্ষণার্থীদের মধ্যে ইউএস-বাংলার তিনজন ও নভোএয়ারের তিনজন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
Discussion about this post