দেশে ফেরার পথে মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে করোনায় আক্রান্ত দুই বাংলাদেশিকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ।
করোনার স্ক্রিনিং টেস্ট পজিটিভ নিয়ে দেশে ফেরার পথে তারা আটক হন।
স্থানীয় সময় রোববার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ঘটনাটি ঘটে।
ওই যাত্রীদের কারণে বিমানবন্দরের এক পুলিশ কর্মকর্তা ও নিরাপত্তাকর্মী করোনা ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার বিমান (ক্লিয়া) কর্তৃপক্ষ।
দেশটির গণমাধ্যম মালয় টুডে জানায়, বাংলাদেশি দুই যাত্রী মালিন্দো এয়ারের শেষ ফ্লাইটে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে কুয়ালালামপুরের বিমানবন্দরে এসে পৌঁছান।
রাত ৯টার দিকে ফ্লাইটে ওঠার আগে তাদের করোনা পরীক্ষা করার সময় এক কর্মকর্তা তাদের কাছে পজিটিভ সনদ দেখতে পান।
Discussion about this post