রোববার রাত ১১টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ দুবাই থেকে আগাত যাত্রীর পায়ুপথ থেকে ৮টি সোনার বার উদ্ধার করেছে।
ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিমের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. নাঈম ইসলাম জানান, ওই যাত্রী প্লেনের ১৮ নম্বর সিটে ছিলেন। তার বিষয়ে কাস্টমসে আগে থেকেই তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করার পর তাকে আটকে ফেলে কাস্টমসের সদস্যরা। প্রথমেই তাকে জিজ্ঞেস করা হয়, তার কাছে কোনো সোনা বা সোনারবার আছে কিনা? তিনি অস্বীকার করে বলেন, ‘কিছুই নেই।’
প্রথমে অস্বীকার করলেও পরে ওই যাত্রীকে মেটাল ডিটেক্টরে পরীক্ষা করা হয়। ধাতব থাকার প্রমাণ মেলায় তাকে এক্সরে করা হয়। তখনই তার পেটে ৮টি সোনার বার থাকার বিষয়টি নিশ্চিত হয় কাস্টমস। এছাড়াও তার ব্যাগ থেকে আরও ২টি বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার মোট ওজন ১ কেজি ১৬০ গ্রাম। পাশাপাশি তার কাছ থেকে আরও ৬টি সোনার চুড়ি, ১ জোড়া সোনার কানের দুল (২ গ্রাম), ৫টি নতুন মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করা হয়।
ওই যাত্রীর নাম গোলাম মোহাম্মদ। তিনি গতকাল রাত ১১টায় দুবাই থেকে এমিরেটস এয়ারওয়েজের ইকে-৫৮৪ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তার কাছ থেকে জব্দকৃত সোনা ও পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। তার বিরুদ্ধে ১৯৬৯ সালের দ্য কাস্টমস অ্যাক্টে বিমানবন্দর থানায় মামলা করে গ্রেপ্তার দেখানো হয়েছে।


























