আবুধাবিতে প্রবেশের চালু হয়েছে নতুন আইন। ভ্যাকসিন গ্রহণকারী ব্যক্তিদের জন্য নতুন নিয়ম করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী আইন অমান্য করলে জরিমানা করা হতে পারে।
আগের নিয়ম অনুযায়ী আবুধাবিতে প্রবেশ একটি আইন ছিল। যে আইনে বলা ছিল। আবুধাবিতে এয়ারলাইন্স এর মাধ্যমে যারা প্রবেশ করবেন। তাদেরকে অবশ্যই ৭২ ঘন্টা মেয়াদি একটি পিসিআর সনদ অর্থাৎ করোনা সনদ থাকতে হবে। আর এই আইনটি দুবাই সারজা আজমান রাস আল খাইমা সহ সকল শহরবাসীর জন্য বাধ্যতামূলক ভাবে করা হয়েছিল। কিন্তু ঘোষণা করা হয়েছে যে, এখন থেকে এসব শহর থেকে আবুধাবিতে প্রবেশকারী ব্যক্তি কে করোনা সনদ হাতে পাওয়ার পর পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে, আবুধাবিতে প্রবেশ করতে হবে।
এ আইনটি শুধুমাত্র আবুধাবিতে প্রবেশকারী ব্যক্তিদের জন্য নয় বরং আবুধাবিতে থেকে কোন শহরে গেলে এরপর আবার আবুধাবিতে প্রবেশ করলে, সেই ব্যক্তিকে এ আইনটি বাধ্যতামূলকভাবে মানতে হবে। এই বিষয়ে তারা আরো উল্লেখ করে বলেছে যে। যে দিন আবুধাবি এয়ারলাইন্স এর মাধ্যমে প্রবেশ করবেন সেদিন থেকে চারদিনের দিন একটি করোনা টেস্ট করতে হবে। এবং অষ্টম দিনে আরেকটি করোনা টেস্ট বা ডিপিআই টেস্ট করতে হবে । যারা এ আইন মানবে না তাদেরকে অবশ্যই জরিমানা করা হবে।
এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী এবং নাগরিকেদে যারা করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের আলোহোসন অ্যাপস এর ভেতর যদি E আসে অথবা স্টার চিহ্ন আসে সে ক্ষেত্রে আবুধাবিতে প্রবেশের জন্য কোন প্রকার টেস্ট করতে হবে না। চার দিনের মধ্যে এবং আট দিনের মধ্যে যে টেস্টি করা হতো সে টেস্টও করতে হবে না।
Discussion about this post