অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আবিষ্কৃত করোনাভাইরাসের ভ্যাকসিন দেশে ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর।
ভারত থেকে ভ্যাকসিন আমদানি নিয়ে দিনভর নানা আলোচনার মধ্যে সোমবার সন্ধ্যায় এই অনুমোদন দেয়া হয়।
দেশে ব্যবহারের অনুমোদন পাওয়া এটিই প্রথম ভ্যাকসিন।
অক্সফোর্ড-এ্যাস্ট্রাজেনেকার টিকার তিন কোটি ডোজ কিনতে গত ৫ নবেম্বর সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সঙ্গে চুক্তি করে বাংলাদেশ সরকার।
চুক্তি অনুযায়ী, প্রতি মাসে টিকার ৫০ লাখ ডোজ পাঠাবে সেরাম ইনস্টিটিউট।
ভারত থেকে টিকা এনে বাংলাদেশে সরবরাহের জন্য গত আগস্টে সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তিবদ্ধ হয় দেশের ওষুধ খাতের শীর্ষ কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।
গত বৃহস্পতিবার ভ্যাকসিনটি অনুমোদনের জন্য ঔষধ প্রশাসন অধিদফতরে আবেদন করা হয়। সোমবারই ভ্যাকসিনটির অনুমোদন দেয়া হয়। যদিও ভ্যাকসিনের রফতানি নিয়ে সেরাম ইনস্টিটিউট-এর তরফ থেকে দেয়া বক্তব্য নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে।
তবে সরকারের তরফ থেকে বলা হচ্ছে যথাসময়ে বাংলাদেশে করোনা ভ্যাকসিন আসবে।
Discussion about this post