চট্টগ্রামে খালাত ভাইয়ের দ্বারা সাত বছরের এক শিশু ধর্ষিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির খালাত ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার নগরীর ষোলশহর দুই নম্বর গেইট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রূপন দে (২০) পটিয়া উপজেলার কেলিশহর দারোগাহাট গ্রামের সুধীর দে’র ছেলে। নগরীর মাদারবাড়ি এলাকায় একটি খাবার হোটেলে চাকরি করেন তিনি।
“রূপন গত শুক্রবার বলুয়ার দিঘী এলাকায় তার খালার বাসায় বেড়াতে যান। বাসায় একা পেয়ে সে তার সাত বছর বয়েসী খালাত বোনকে ধর্ষণ করে।” সন্ধ্যায় শিশুটির মা বাসায় আসার পর শিশুটির রক্তক্ষরণের বিষয়টি টের পেয়ে জিজ্ঞেস করলে তখন শিশুটি তার মাকে ঘটনা জানায়।
মেয়েটিকে শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় মা-বাবা। রাতে শিশুটির বাবা কোতোয়ালি থানায় মামলা করেন।
মামলার পরপর কোতোয়ালি থানা পুলিশ অভিযান শুরু করে। ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় আত্মগোপনে থাকা রূপনকে রাতে গ্রেপ্তার করা হয়।


























