কক্সবাজারের টেকনাফে মোহাম্মদ উসমান সিকদার (৪০) নামে যুবলীগের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার কচুবনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি স্থানীয় সাবরাং ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্র জানায়, গত ২৭ ডিসেম্বর রোববার সন্ধ্যায় একটি ইজিবাইক (টমটম) চুরির ঘটনায় প্রতিবাদ করে সাবরাং ইউনিয়নের কচুবনিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে উসমান সিকদার। এ সময় সাবরাং নয়াপাড়া বাজারে প্রকাশ্যে সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ ওরফে খুলু মেম্বারের ছেলে মোহাম্মদ শাকের ও কাটাবনিয়ার মোহাম্মদ কাসিমের ছেলে কেফায়ত উল্লাহ উসমানের উপর হামলা চালিয়ে আহত করে। এ ঘটনায় উসমান সিকদার বাদি হয়ে টেকনাফ থানায় অভিযোগ দায়ের করেন।
শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার পথে গতিরোধ উসমান সিকদারকে গুলি করে দূর্বৃত্তরা। তার শোর-চিৎকারে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইজিবাইক চুরির ঘটনায় প্রতিবাদ করায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে পরিবার ও স্থানীয়রা মনে করেন। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আয়ুব হোসেন জানান, হাসপাতালে নেওয়ার আগে উসমান শিকদার মারা গেছেন। তার শরীরের তিনটি গুলির চিহ্ন দেখা গেছে।
Discussion about this post