বৃহস্পতিবার সকালে যুক্তরাজ্য থেকে আরও দুইশ’ পাঁচজন যাত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
এই যাত্রীদের কাছে থাকা করোনা নেগেটিভ সনদ পর্যালোচনা করে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিয়েছে বিমানবন্দরে স্বাস্থ্য বিভাগের চিকিৎসক দল।
লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটটি মূলত দুইশ’ ৩৭ যাত্রী নিয়ে বাংলাদেশে আসে।
বিমানটি সিলেটে অবতরণের পর দুইশ’ পাঁচজন নেমে যান।
বাকিদের নিয়ে বিমানটি ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা হয়।
Discussion about this post