কোভিড-১৯ করোনা মহামারীর কারণে বিশ্বব্যাপী অস্থায়ী বিমানবন্দর বন্ধ এবং নানান দেশে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় দুবাই শাসক, আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম, কোন ধরনের সরকারি ফি ছাড়াই ভিজিট ভিসার মেয়াদ আরো এক মাস বাড়ানোর নির্দেশ জারি করেছেন।
যার ফলে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত পর্যটকরা এবং তাদের পরিবার আমিরাতে নতুন বছরের ছুটি কাটাতে পারবে। সংযুক্ত আরব আমিরাতে অবস্থানকালে দর্শনার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি সংস্থাগুলি পর্যটকদের জন্য যাবতীয় নিয়মাবলি সহজ করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কাজ করে যাচ্ছে।
কোভিড-১৯ এর কারনে গত মার্চ মাসের পর থেকে আরব আমিরাতে আগত ভিজিটরদের জন্য আামিরাত সরকার বেশ কয়েক বার জরিমানা ব্যাতিত দেশ ত্যাগের ঘোষণা দিয়েছিল। যার সর্বশেষ সুযোগ ছিল ৩১ ডিসেম্বরের পর্যন্ত। কিন্ত সম্প্রতি কিছু দেশে বিমান চলাচল বন্ধ করায় পর্যটকদের সুবিধার্থে আমিরাত সরকার এ সময় আরো এক মাস বাড়িয়েছে।
Discussion about this post