বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লাইফ জ্যাকেটের বক্স থেকে ২২টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।
সোমবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে ২২টি স্বর্ণের বার জব্দ করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। কাস্টমস গোয়েন্দা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
কাস্টমস কর্মকর্তারা জানান, স্বর্ণ চোরাচালানের তথ্য পান কাস্টমস গোয়েন্দার মহাপরিচালক। বিষয়টি বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমস গোয়েন্দাদের জানানো হয়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ানো হয়।
সোমবার সকাল ৭টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-৪৮) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
পরে ওই বিমানে তল্লাশি করা হয়।
এ সময় বিমানের সিটের নিচে থাকা লাইফ জ্যাকেটের বক্সের ভেতরে অভিনব কায়দায় লুকানো ২২টি স্বর্ণের বার জব্দ করা হয়।
আটককৃত ২২টি স্বর্ণের বারের ওজন ২ দশমিক ৫৫২ কেজি।
উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় এক কোটি ৯১ লাখ ৪০ হাজার টাকা বলেও জানান কাস্টমস কর্মকর্তারা।
Discussion about this post