সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির এডনিক এক্সিভিশন সেন্টার থেকে করোনা ভ্যাকসিন এর দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন বাংলাদেশ প্রেসক্লাব সংযুক্ত আরব আমিরাতের সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম। তিনি ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে এ ডোজ গ্রহণ করেন। গত ৩ ডিসেম্বর তিনি প্রথম ডোজ গ্রহণ করেলেও তা তিনি প্রকাশ করেন নি।
প্রথম ডোজ গ্রহণ করার পর কেন তিনি মিডিয়ার সামনে আসেন নি এ প্রশ্নের উত্তরে তিনি আমিরাত সংবাদকে জানান। “আমরা ভ্যাকসিন নিয়েছি শুনলে অনেকে আমাদের উপর ভরসা করে চিন্তা ভাবনা না করে ভ্যাকসিন নিয়ে ফেলতে পারেন, তাই আমি প্রথম ডোজ নেওয়ার পর তা প্রকাশ করিনি। কারণ অনুধাবন করছিলাম কেমন লাগে বা কেমন অনুভব হয় সেটি বুজার জন্য। যাক আলহামদুলিল্লাহ্ আল্লাহর অশেষ মেহেরবানিতে, আমার মুনিবের উসিলায়, আমি ভাল অনুভব করেছি । আমার সাথে আবুধাবি কমিউনিটির অনেক বিশিষ্ট জনেরা চিনের সিনো ফার্মার সিনো ভ্যাকসিনের ডোজ প্রয়োগ করেছেন এবং ইতিমধ্যে বিভিন্ন দেশের কয়েক হাজার মানুষ ভ্যাকসিন নিয়েছেন সবাই আলহামদুলিল্লাহ্ ভাল অনুভব করছেন ও ভাল আছেন। তিনি আরো জানান প্রতিদিন অসংখ্য মানুষ ভ্যাকসিন নিচ্ছেন।এছাড়াও ইতিমধ্যে আমিরাতের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ অসংখ্য উচ্চপদস্থ লোকজন তাদের দেহে সিনো ভ্যাকসিনের ডোজ গ্রহন করেছেন।”
ভ্যাকসিন নেওয়ার প্রক্রিয়া কি? সে প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রথমবার ভ্যাকসিন নেওয়ার পূর্বে অবশ্যই আপনার একমাস মেয়াদের করোনা নেগেটিভ রেজাল্ট থাকতে হবে। এরপর সিরিয়াল ধরে আপনার নাম রেজিস্ট্রেশন করতে হবে এবং একটি ফরম পূরণ করতে হবে। ফরম পূরণের পর আপনার ব্লাড প্রেশার, হার্ট রেট, অক্সিজেন চেক করবে। আপনার ডায়বেটিস বা অন্যকোন রোগ আছে কিনা জিজ্ঞেস করবে। সব ঠিক থাকলে আপনাকে ডোজ প্রয়োগ করবে। প্রথম ডোজের ২১ দিন পর দ্বিতীয় ডোজ প্রয়োগ করতে হবে। প্রথম ও দ্বিতীয় ডোজের চারদিন পর আপনার সাথে সিহা থেকে ডাক্তার ভার্চুয়াল তথা টেলিফোনে কথা বলবেন এবং আপনি কেমন অনুভব করছেন বা কেমন আছেন সেটা জেনে নিবে। কেউ কোন রকম অসুস্থতা বোধ করলে হট লাইন নাম্বার 028191111 এ যোগাযোগ করতে অথবা শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান মেডেকেল যাওয়ার পরামর্শ দিবেন। উল্লেখ্য ইতিমধ্যে গত ৯ ডিসেম্বর থেকে সর্বসাধারণের জন্য চীনের সিনো ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে আমিরাত সরকার। এখন আমিরাতের প্রায় সব মেডিকেলে সিনো ভ্যাকসিনের ফ্রি ডোজ দেওয়া হচ্ছে। আমিরাতে গত আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় ধাপের ট্রায়াল চলে সিনো ভ্যাকসিনের, এতে অংশ নেন ১২৫ টি দেশের ৩১ হাজার মানুষ। ট্রায়াল শেষে গত ১৪ সেপ্টেম্বর ফ্রন্ট লাইন কর্মীদের ডোজ প্রয়োগের অনুমোদন দেয় আমিরাত স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে ফাইনাল ট্রায়াল শেষে শতভাগ effectiveness, ৯৯ ভাগ seroconversion rate এবং ৮৬ শতাংশ efficacy তথা কার্যকর উল্লেখ করে আমিরাত সরকার একমাত্র এবং সর্বপ্রথম এ ভ্যাকসিনের অনুমোদন দেন।”
অসম্ভব সুন্দর পরিবেশে ভ্যাকসিন প্রয়োগের সুযোগ করে দেওয়ায় আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান, প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন রাশেদ আল মাকতুম ও আবুধাবীর ক্রাউন প্রিন্স, তথা মধ্যপ্রাচ্যের প্রভাবশালী নেতা, শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম।২ বার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ভ্যাকসিন নেওয়ার পর তার অনুভতি।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির এডনিক এক্সিভিশন সেন্টার থেকে করোনা ভ্যাকসিন এর দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন আমিরাতস্থ পেশাদার সাংবাদিকদের প্রভাবশালী সংগঠন, বাংলাদেশ প্রেসক্লাব সংযুক্ত আর আমিরাতের সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম। তিনি আজ ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে এ ডোজ গ্রহণ করেন। গত ৩ ডিসেম্বর তিনি প্রথম ডোজ গ্রহণ করেলেও তা তিনি প্রকাশ করেন নি।
প্রথম ডোজ গ্রহণ করার পর কেন তিনি মিডিয়ার সামনে আসেন নি এ প্রশ্নের উত্তরে তিনি আমিরাত সংবাদকে জানান।
“আমরা ভ্যাকসিন নিয়েছি শুনলে অনেকে আমাদের উপর ভরসা করে চিন্তা ভাবনা না করে ভ্যাকসিন নিয়ে ফেলতে পারেন, তাই আমি প্রথম ডোজ নেওয়ার পর তা প্রকাশ করিনি। কারণ অনুধাবন করছিলাম কেমন লাগে বা কেমন অনুভব হয় সেটি বুজার জন্য। যাক আলহামদুলিল্লাহ্ আল্লাহর অশেষ মেহেরবানিতে, আমার মুনিবের উসিলায়, আমি ভাল অনুভব করেছি । আমার সাথে আবুধাবি কমিউনিটির অনেক বিশিষ্ট জনেরা চিনের সিনো ফার্মার সিনো ভ্যাকসিনের ডোজ প্রয়োগ করেছেন এবং ইতিমধ্যে বিভিন্ন দেশের কয়েক হাজার মানুষ ভ্যাকসিন নিয়েছেন সবাই আলহামদুলিল্লাহ্ ভাল অনুভব করছেন ও ভাল আছেন। তিনি আরো জানান প্রতিদিন অসংখ্য মানুষ ভ্যাকসিন নিচ্ছেন।এছাড়াও ইতিমধ্যে আমিরাতের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ অসংখ্য উচ্চপদস্থ লোকজন তাদের দেহে সিনো ভ্যাকসিনের ডোজ গ্রহন করেছেন।”
ভ্যাকসিন নেওয়ার প্রক্রিয়া কি? সে প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রথমবার ভ্যাকসিন নেওয়ার পূর্বে অবশ্যই আপনার একমাস মেয়াদের করোনা নেগেটিভ রেজাল্ট থাকতে হবে। এরপর সিরিয়াল ধরে আপনার নাম রেজিস্ট্রেশন করতে হবে এবং একটি ফরম পূরণ করতে হবে। ফরম পূরণের পর আপনার ব্লাড প্রেশার, হার্ট রেট, অক্সিজেন চেক করবে। আপনার ডায়বেটিস বা অন্যকোন রোগ আছে কিনা জিজ্ঞেস করবে। সব ঠিক থাকলে আপনাকে ডোজ প্রয়োগ করবে। প্রথম ডোজের ২১ দিন পর দ্বিতীয় ডোজ প্রয়োগ করতে হবে। প্রথম ও দ্বিতীয় ডোজের চারদিন পর আপনার সাথে সিহা থেকে ডাক্তার ভার্চুয়াল তথা টেলিফোনে কথা বলবেন এবং আপনি কেমন অনুভব করছেন বা কেমন আছেন সেটা জেনে নিবে। কেউ কোন রকম অসুস্থতা বোধ করলে হট লাইন নাম্বার 028191111 এ যোগাযোগ করতে অথবা শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান মেডেকেল যাওয়ার পরামর্শ দিবেন। উল্লেখ্য ইতিমধ্যে গত ৯ ডিসেম্বর থেকে সর্বসাধারণের জন্য চীনের সিনো ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে আমিরাত সরকার। এখন আমিরাতের প্রায় সব মেডিকেলে সিনো ভ্যাকসিনের ফ্রি ডোজ দেওয়া হচ্ছে। আমিরাতে গত আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় ধাপের ট্রায়াল চলে সিনো ভ্যাকসিনের, এতে অংশ নেন ১২৫ টি দেশের ৩১ হাজার মানুষ। ট্রায়াল শেষে গত ১৪ সেপ্টেম্বর ফ্রন্ট লাইন কর্মীদের ডোজ প্রয়োগের অনুমোদন দেয় আমিরাত স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে ফাইনাল ট্রায়াল শেষে শতভাগ effectiveness, ৯৯ ভাগ seroconversion rate এবং ৮৬ শতাংশ efficacy তথা কার্যকর উল্লেখ করে আমিরাত সরকার একমাত্র এবং সর্বপ্রথম এ ভ্যাকসিনের অনুমোদন দেন।”
অসম্ভব সুন্দর পরিবেশে ভ্যাকসিন প্রয়োগের সুযোগ করে দেওয়ায় আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান, প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন রাশেদ আল মাকতুম ও আবুধাবীর ক্রাউন প্রিন্স, তথা মধ্যপ্রাচ্যের প্রভাবশালী নেতা, শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম।
Discussion about this post