যাত্রীদের শরীর স্ক্যান করতে এবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমবারের মতো যোগ হতে যাচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি-ফুল বডি এক্স রে। ফলে নিরাপত্তা তল্লাশীতে আর হাতের স্পর্শ দরকার পড়বে না, ফলে বিমানবন্দরে যাত্রী সেবা বাড়ার পাশাপাশি সময়ও বাঁচবে।
সংশ্লিস্টরা জানান, আগের প্রথাগত মেশিন শুধুমাত্র ধাতব কিছু শনাক্তে সক্ষম। কিন্তু এটি যোগ হলে ধাতব অধাতব যেকোন কিছুই মূহুর্তের মধ্যে শনাক্ত করতে পারবে। বিমান বন্দরের ব্যাগেজ স্ক্যানারের মতো এটিও শরীর স্ক্যান করবে।দুটোই এক্স-রে ব্যবহার করে কাজ করে।
জানা গেছে, আপাতত চারটি ফুল বডি স্ক্যানার বসানো হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এখন কর্মীদের প্রশিক্ষণ শেষে খুব শিগগিরই সেগুলো চালু করা হবে।
Discussion about this post