ফুলের ন্যায়
হাসনাত জাহান সিফাত
.
ফুলের মতো ফুটবো আমি
চাঁদের ন্যায় হাসবো,
হাজার স্বপ্ন বুকে নিয়ে
দেশটাকে গড়বো।
পুষ্পের মতো সুবাস ছড়াবো
সূর্যের ন্যায় আলো
বৃক্ষের ন্যায় ছায়া দিবো
ভাঙবো সব কালো।
হাসবো সদাই কাঁদবো নাকো
সুখে কিংবা দুখে
হাজার স্বপ্ন হৃদয়ে মেখে
বাঁচবো ধরার বুকে।।
শিক্ষার্থী, ফাজিলপুর ওয়ালিয়া ডিগ্রি মাদ্রাসা
ফেনী সদর, ফেনী।
Discussion about this post