মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীদের বৈধতা দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এই খবরে সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র, দালাল ও এজেন্ট। তারা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে লোভনীয় অফার ও বৈধকরণের অপপ্রচারে লিপ্ত হয়েছে।
তাই দালাল, এজেন্টদের কাছে প্রতারিত না হতে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস থেকে শনিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সতর্ক করা হয়েছে।
বাংলাদেশ দূতাবাসের সতর্কীকরণ বিজ্ঞপ্তিটি তুলে ধরা হলো-
মালয়েশিয়া সরকার অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশসহ ১৫টি দেশের নাগরিকদের (সাধারণকর্মী) নিম্নলিখিত চারটি সেক্টরে বৈধতা প্রদানের কর্মসূচি Recalibration Program (Program Rekalibrasi Tenaga Kerja) ঘোষণা করেছে। এই বৈধকরণ প্রক্রিয়া ১৬ নভেম্বর ২০২০ তারিখে শুরু হয়ে ৩০ জুন ২০২১ তারিখ পর্যন্ত চলবে।
যে সকল সেক্টরে বৈধ হওয়া যাবে
কনস্ট্রাকশন সেক্টর, ম্যানুফ্যাকচারিং সেক্টর, প্লান্টেশন সেক্টর ও এগ্রিকালচার সেক্টর।
বৈধ হবার প্রক্রিয়া
এই কর্মসূচির জন্য কোনো এজেন্ট বা ভেন্ডর নাই। শুধু নিয়োগকর্তা বা কোম্পানি অবৈধ কর্মীদের নামসহ সরাসরি ইমিগ্রেশনে আবেদন করবে ই-মেইলে rekalibrasi@imi.gov.my
সাবধান
মালয়েশিয়া সরকার কোনো এজেন্ট বা ভেন্ডর নিয়োগ করেনি। কোম্পানি ছাড়া অন্য কারো মাধ্যমে বা নিজে নিজে ইমিগ্রেশনে গিয়ে বৈধ হওয়া যাবে না। এই কাজ নিয়োগকর্তা বা কোম্পানি নিজেই সরাসরি করবে, তাই কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো।
Discussion about this post