নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও ইরফান সেলিমের শ্বশুর একরামুল করিম চৌধুরী দাবি করেছেন, নৌবাহিনী কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় জামাতা ইরফান সেলিম জড়িত নয়।
একরামুল করিম চৌধুরী বলেন, ইরফান সেদিন ওই ঘটনাস্থলে ছিলেন না। সামান্য ভুল বোঝাবুঝির কারণে তাকে জড়ানো হয়েছে। তবে বর্তমানে এ ঘটনায় সরকার হস্তক্ষেপ করেছে। এ ঘটনার অবসান হবে।
সোমবার দুপুরে নোয়াখালী জেলা শহর মাইজদীর একটি কমিউনিটি সেন্টারে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক সংব’র্ধনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে আরো বলেন, জেলার উন্নয়নে সাংবাদিকদের আরো বেশি ভূমিকা রাখতে হবে। জেলায় সড়কের ব্যাপক উন্নয়ন হচ্ছে। সড়ক উন্নয়ন মানে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। এ বিষয়গুলো তুলে ধরারও আহ্বান জানান তিনি।
BDবার্তা ২৪
Discussion about this post