ছয় দফা দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছেন কয়েক শ’ মালয়েশিয়া প্রবাসী। সোমবার সকাল ১০টা থেকে সেখানে অবস্থান করছেন তারা।
দাবিগুলো হলো- মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা করে তাদের ভিসার মেয়াদ বাড়ানো এবং সহজ স্বাভাবিক নিয়মে মালয়েশিয়া প্রবেশের অনুমতি দেয়া, চার্টার্ড ফ্লাইটে স্বাস্থ্যবিধি মেনে মালয়েশিয়া যাওয়ার ব্যবস্থা করা, কোনো প্রবাসী ছুটিতে এসে মারা গেলে তার পরিবারকে পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান, প্রবাসীদের লাশ দেশে আনতে বিমান টিকিটসহ সব খরচ সরকারকে বহন করতে হবে, ছুটিতে আটকেপড়া সব প্রবাসীকে নগদ অর্থ সহায়তা ও প্রণোদনা দেয়া ও বিদেশে কারাগারে থাকা প্রবাসীদের বাংলাদেশ হাইকমিশনকে আইনি সহায়তা দিতে হবে।
এদিকে প্রবাসীদের অবস্থানের কারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে।
শাহবাগের পুলিশ পরিদর্শক (পেট্রোল) আবুল বাশার জানান, কিছু মানুষ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান করায় সেখানে যানজটের সৃষ্টি হয়েছে। প্রেসক্লাবের সামনের সড়ক দিয়েও যান চলাচল বন্ধ রয়েছে।
এর আগে জাতীয় প্রেসক্লাব এলাকা থেকে মিছিল নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান প্রবাসীরা।
Discussion about this post